সুপ্রিম কোর্টে ম্যুরাল ভাঙার শঙ্কায় কয়েক স্তরের নিরাপত্তা

দেশে এখন
0

সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙার শঙ্কায় আদালতের পুরো এলাকা জুড়ে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতের মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। আর পুরো আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও র‍্যাবের অবস্থান ও টহল দিতে দেখা যায়।

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আদালতে জনসাধারণের উপস্থিত ছিল না। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের জেরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র-জনতা।

তার পরিপ্রেক্ষিতেই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণে।

ইএ