গাজীপুরে মারধরের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে সারজিস-হাসনাত

দেশে এখন
0

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের ঘটনায় আহতদের দেখতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

পরে বাকি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এসময় গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন।

জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এদিকে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের বাহিনীর হামলার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

এএইচ