আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে উত্তরায় কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতি সেবা চালু করা হয়।
এই পদ্ধতিতে কোন মালিক চালককে দিন চুক্তিতে বাস দিতে পারবে না। চালক এবং হেলপারের বেতন মালিককেই বহন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমাদের বাসগুলো গরু-মহিষের মতো একটা আরেকটার পেছনে ধাক্কাধাক্কি করে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমরাও চাই সড়কের শৃঙ্খলা ফিরে আসুক।’
তিনি জানান, পর্যায়ক্রমে প্রত্যেকটি বাসকেই এই পদ্ধতিতে আসতে হবে। শেখ মো. সাজ্জাত আলী বলেন, 'লাভ লোকসান মেনেই মালিকদের রাস্তায় গাড়ি চালাতে হবে।'
এই উদ্যোগকে আপাতত শ্রমিক নেতারা সাধুবাদ জানালেও চালক ও হেলপারের বেতন কত হবে তা এখনো নির্ধারণ হয়নি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘প্রথমে আমরা এটি চালু করলাম। সামনে আরও তিনটি রুটে এই ব্যবস্থা চালু করবো। এ ব্যবস্থার কারণে বাস ভাড়া বাড়বে না।’
বাস মালিকরা বলছেন, তাদের আয়ের ৪০ শতাংশ এই খাতে ব্যয় হবে। এই রুটে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ বাস চলাচল করে।