আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে পুরোপুরি কাউন্টারভিত্তিক টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। এরই প্রথম পর্ব হিসেবে আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গাজীপুর, আব্দুল্লাহপুর, উত্তরা হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি কোম্পানির এসব বাস একক পরিচালনায় চলবে। এসব বাসের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। বাসে ভ্রমণ করতে চাইলে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।