গতকাল (বুধবার, ২২ জানুয়ারি) রাতে এক অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হামলার হুমকি আসে বলে জানায় তারা।
এ ঘটনা সব বিভাগের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। তবে সব ধরনের ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখা হয় বলে জানায় তারা। এছাড়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
এরআগে বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়। এই ঘটনায় ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
পরে বিমানটি তল্লাশি করে বোমা জাতীয় সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ।