এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। রিয়াদ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াদ চৌধুরীর একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। সেখানে তাকে এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলতে শোনা যায়। এসময় তাকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘রিয়াদের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে তিনি থাইল্যান্ডে পালাতে চাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।’