আজ (সোমবার, ২০ জানুয়ারি) আসাদ দিবস উপলক্ষে ‘শহীদ আসাদ থেকে শহীদ আবু সাঈদ’ শীর্ষক এক আলোচনা সভায় এমন কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'পতিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল।'
অতীতের কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় যাতে আসতে না পারে সেদিকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।
৭২ এর সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, 'এই সরকার যদি কোনো সংস্কার না করতে পারে, এদেশের ছাত্র ও জনগণ বিকল্প কাউকে বসাবে।'
ফ্যাসিবাদের কারণে আবু সাইদ বা আসাদের মত যেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদসহ নেতৃবৃন্দ।