চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে | এখন টিভি
0

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

পুলিশি হেফাজতে থাকারা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও কর্মী মীর মারুফ।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এর আগে দুর্বৃত্তরা গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয়। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত ৩টার দিকে বাড়ির দক্ষিণ পাশে থাকা টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের সব কিছু পুড়ে যায়।

মানবেন্দ্র ঘোষ বলেন, 'পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমি বাঘের একটি মোটিফ নির্মাণ করেছিলাম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করেছি। এরপর থেকেই আমি ফেসবুকে হুমকি পেতে থাকি। গতকাল মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আর সেই রাতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়।'

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, 'আগুনের খবর পাওয়ার পর পরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে যাই। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।'

এসএস