‘সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত’

0

সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে শ্বেতপত্র, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আগামী বাজেট নিয়ে সেমিনারে তিনি জানান, প্রত্যক্ষ করের দিকে না গিয়ে ভ্যাট বা পরোক্ষ কর বাড়ানোয় মানুষের ভোগান্তি আরও বাড়বে। এমনকি সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা থেকেও জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে শঙ্কা জানান ড. দেবপ্রিয়।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, আওয়ামী শাসনামলের সাড়ে ১৫ বছরে ২৩০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাচার হয়েছে। যার প্রভাবে এই উচ্চ মূল্যস্ফীতি। ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে বৈদেশিক ঋণ আর ঘাটতি বাজেট মেটাতে জনগণকে বইতে হচ্ছে বাড়তি ভ্যাট-ট্যাক্সের বোঝা।

শনিবার আগারগাঁওয়ে বিআইসিসি'তে শ্বেতপত্র এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে কমিটির প্রধান দেবপ্রিয় জানান, জনগণের স্বার্থের কথা চিন্তা না করেই ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে সরকার।

ড. দেবপ্রিয় বলেন, ‘আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যার টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কী আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে।’

বাংলাদেশ এলডিসি'র ফাঁদে পড়েছে মন্তব্য করে দেবপ্রিয় জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কৌশলী হতে হবে। সেইসাথে অর্থনৈতিক সংস্কারে সরকারকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন ড. দেবপ্রিয়।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার ভুল হলে আপনারা তা সংশোধন করে দিবেন। এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততখানি মনোযোগ পাচ্ছে ন। এবং যেখানে উচ্চমূল্যস্ফীতিতে মানবজীবন এরকম কষ্টের ভেতরে আছে, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত।'

মূলত টাকা পাচারের উদ্দেশ্যেই বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছিল। এসব প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের তথ্য চেয়েও না পাওয়ার অভিযোগ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘শুধু মেগা প্রজেক্ট না, বিভিন্ন দুর্নীতি ইত্যাদির মাধ্যমে এই টাকাটা বের হয়ে আসছে।’ সেমিনারে প্রবাসীদের উন্নয়নে বাজেটের অন্তত এক শতাংশ বরাদ্দ রাখার দাবি তোলেন বক্তারা।

এসএস

শিরোনাম
একটি সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের সময় নিয়ে কালক্ষেপণ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
ইশরাকের মেয়র ঘোষণায় গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি নির্বাচন কমিশন: আইন উপদেষ্টা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এক আইনজীবীর লিগ্যাল নোটিশ
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার: সংস্কৃতি উপদেষ্টা
নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেয়া হয়েছে: আইজিপি
আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, দু'জন শনাক্ত, তদন্ত প্রতিবেদন ২৫ মে দাখিলের নির্দেশ
জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না, জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: ড. আলী রীয়াজ
১৬৬টি সুপারিশের ১২৭টিতে একমত গণ অধিকার পরিষদ, ২৩টি বিষয়ে আংশিক; একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবে না, দু'বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: নুরুল হক নুর; ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক
ঢাকায় ২৭-২৮ মে, চট্টগ্রামে ৯-১০ মে, খুলনায় ১৬-১৭ মে এবং বগুড়ায় ২৩-২৪ মে বিএনপির ৩ সহযোগী সংগঠনের 'তারুণ্যের সমাবেশ'
একটি সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের সময় নিয়ে কালক্ষেপণ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
ইশরাকের মেয়র ঘোষণায় গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি নির্বাচন কমিশন: আইন উপদেষ্টা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এক আইনজীবীর লিগ্যাল নোটিশ
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার: সংস্কৃতি উপদেষ্টা
নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেয়া হয়েছে: আইজিপি
আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, দু'জন শনাক্ত, তদন্ত প্রতিবেদন ২৫ মে দাখিলের নির্দেশ
জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না, জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: ড. আলী রীয়াজ
১৬৬টি সুপারিশের ১২৭টিতে একমত গণ অধিকার পরিষদ, ২৩টি বিষয়ে আংশিক; একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবে না, দু'বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: নুরুল হক নুর; ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক
ঢাকায় ২৭-২৮ মে, চট্টগ্রামে ৯-১০ মে, খুলনায় ১৬-১৭ মে এবং বগুড়ায় ২৩-২৪ মে বিএনপির ৩ সহযোগী সংগঠনের 'তারুণ্যের সমাবেশ'