
‘সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত’
সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে শ্বেতপত্র, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আগামী বাজেট নিয়ে সেমিনারে তিনি জানান, প্রত্যক্ষ করের দিকে না গিয়ে ভ্যাট বা পরোক্ষ কর বাড়ানোয় মানুষের ভোগান্তি আরও বাড়বে। এমনকি সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা থেকেও জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে শঙ্কা জানান ড. দেবপ্রিয়।

সমতা তৈরিতে জাতীয় অর্থনীতিতে ভাসমান অর্থনীতির অন্তর্ভুক্তি প্রয়োজন
অর্থের অনানুষ্ঠানিক হাতবদলের প্রায় ৮০ শতাংশ জিডিপির বাইরে। যার বড় অংশই ভাসমান অর্থনীতি। ১০, ৫০ বা ১০০ জন মিলে জনসংখ্যার বড় একটি অংশের এই আর্থিক হাতবদলে সৃষ্টি হয় কর্মসংস্থান। ক্ষুদ্র ক্ষুদ্র এসব সঞ্চয় বিনিয়োগ হয় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মানবশক্তির উন্নয়নে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা জ্ঞান ও সচেতনতা ক্ষুদ্র থেকে জাতীয় অর্থনীতিকে পাল্টে দিয়ে গড়তে পারে অংশগ্রহণমূলক অর্থনীতি। পরিবর্তন আনতে পারে জাতীয় সূচকে।