আজ (রোববার, ১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মূলত বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে বলে জানান আমীর খসরু। এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব বিষয় সংস্কার চলছে এ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়া অত্যন্ত জরুরি।’ এছাড়াও যেসব সংস্কার ঐক্যমতে না পৌঁছাবে সেসব সংস্কার নির্বাচনী সরকারের মাধ্যমে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে দেশের বর্তমান অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। একইসাথে ইউরোপীয় যেসব বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করতে চায় তাদেরও সাধুবাদ জানিয়েছে বিএনপি।
বৈঠক বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।