দেশে এখন
0

শরীয়তপুরে অকেজো কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড ও রেইনগেজ মিটার

শরীয়তপুরে অকেজো পড়ে আছে কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড ও রেইনগেজ মিটার। স্থাপন করেই দায় সেরেছেন কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কৃষকদের সচেতন করতে নেয়া এ প্রকল্প কোনো কাজেই লাগছে না।

কৃষকদের ঝড়-বৃষ্টি ও খরার আগাম তথ্য দেবে সৌর প্যানেল ও রেইনগেজ মিটার। শরীয়তপুর সদর উপজেলার ডোমশার ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে এটি বসানো হয় বছরপাঁচেক আগে। নজরদারির অভাব ও অবহেলায় চুরি হয়ে গেছে এসব যন্ত্রপাতি। ধুলো জমেছে তথ্য বোর্ডে।

একই চিত্র শরীয়তপুরের ৬ উপজেলার ৬৫টি ইউনিয়ন পরিষদেই। অযত্নে বেহাল কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের। প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় ২০১৮-১৯ অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো কাজে আসেনি কৃষকদের। এমনকি অনেক চাষি জানেন না এই বিষয়ে।

ইউনিয়ন পরিষদের দাবি, এমন উদ্যোগের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি তেমন কিছুই। ফসলের উৎপাদন বাড়াতে এসব বোর্ড সংস্কারের দাবি তাদের।

শরীয়তপুরের ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘এটি ভেঙ্গেছে নাকি কেউ নষ্ট করেছে তা জানা নেই। তবে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও ইউএনও কে আমি জানাবো।’

শরীয়তপুর তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ফকির বলেন, ‘এখানে যে উপ-সহকারী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার এই মেশিন সচল করার জন্য কাজ করা দরকার।’

আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড নিয়ে অস্বস্তিতে কৃষি কর্মকর্তারা। বোর্ডগুলো সচলের আশ্বাস তাদের।

শরীয়তপুরের সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু বিশ্বাস বলেন, ‘এখন আমরা মাইকিংয়ের মাধ্যমে আবহাওয়ার কোনো পরিস্থিতি জানানো মতো হলে জানিয়ে থাকি। কিন্তু মেশিনটি সচল থাকলে সেখান থেকে সহজেই কৃষক দেখে নিতে পারত।’

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ‘আমরা প্রজেক্টকে জিজ্ঞাসা করেছি এ মেশিনগুলো মেরামত করা যায় কিনা। এছাড়া কৃষকের কাছে ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে।’

আবহাওয়া পূর্বাভাসের তথ্য বোর্ডগুলো সচল হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে ফসল। তাই দ্রুত এসব তথ্য বোর্ড সচলের দাবি কৃষকদের।

এএম