আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরিফ।
সেখানে তিনি লিখেন, 'বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।'
তাদের এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে।
শেহবাজ শরীফ বলেন, 'আগামী ২২ এপ্রিল বাণিজ্য প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতীক্ষায় আছি।'
তিনি বলেন, 'ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।'