আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এই ঘোষণা দেন তারা।
এ সময় তারা বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল কোটা বাতিল। এরপরও বিভিন্ন ক্ষেত্রে কোটা প্রথা বহাল রাখা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি ২৪ এর বিপ্লবে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের গ্রেপ্তারের পর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর, টিএসসি নির্মাণ, চাকসু নির্বাচন, ভর্তি পরীক্ষার আবেদন ফি সহনীয় করাসহ বিভিন্ন দাবি উঠে আসে সমাবেশ থেকে।