শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক লুৎফুন নেছা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাই তাদের বোঝা না মনে করে সম্পদ মনে করতে হবে। তাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না।’