দেশে এখন
0

দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মালিকপক্ষের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

দীর্ঘ সময় পর স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয় নাবিক ও জেলেরা। এরআগে রোববার খুলনায় হিরণ পয়েন্টে জেলে ও নাবিকসহ ফিরিয়ে দেয়া হয় জব্দ হওয়া ফিশিং ট্রলার।

সাথে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফিরিয়ে দেয়া হয় বাংলাদেশে আটক ভারতীয় ৬ ফিশিং ট্রলারের ৯৫ নাবিক ও জেলেকে।

তবে বেশকিছু জেলের অভিযোগ, আটক ভারতীয় জেলেদের ছাড়াতেই বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশ করে দুই জাহাজকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।

এর আগে গেল ৮ ডিসেম্বরে ভারতীয় কোস্টগার্ডের হাতে জেলে ও নাবিকসহ আটক হয় বাংলাদেশের এমভি লায়লা-২ ও এমভি মেঘনা-২।

গেল সেপ্টেম্বরে সমুদ্রসীমায় ডুবে যাওয়া এমভি কৌশিক থেকে ১২ জেলেকে উদ্ধার করে আটক দেখায় ভারত।

ইএ