অফিসের ভেতর নথি রাখার জায়গা না থাকায় কিছু নথি বারান্দায় রাখা হয়। গেল বছরের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর আদালতে অবকাশকালীন ছুটির সময় এসব নথি খোয়া গেছে বলে ধারণা করছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া।
তিনি জানান, ১ হাজার ৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে মূল নথি হারানো গেলেও এসবের কপি রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এক সঙ্গে এতগুলো কেস ডকেট হারিয়ে যাওয়াকে স্বাভাবিকভাবে দেখছেন না আইনজীবী ও বিচারপ্রার্থীরা।