দেশে এখন
0

'সীমান্ত শত্রুকে পিঠ দেখিয়ে নয়, প্রয়োজনে জীবন বিলিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে'

সীমান্ত শত্রুকে পিঠ দেখিয়ে নয়, প্রয়োজনে জীবন বিলিয়ে বিজয় ছিনিয়ে আনতে নবীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি আরো সোচ্চার থাকবে বলেও প্রত্যাশা তার।

সম্মিলিত পথচলার পূর্ণতা আসলো অর্ধ বছরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে। সবাই বিজিবি রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সৈনিক।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে শুরু হয় ১০২তম রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করে নবীন বিজিবি সদস্যের অংশগ্রহণ কাছ থেকে প্রত্যক্ষ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর শুরু হয় কুচকাওয়াজের মূল কার্যক্রম, ধাপে ধাপে চলে নানা রকমের আনুষ্ঠানিকতা। পবিত্র ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

বিজিবির মূলমন্ত্রকে অনুসরণ করে সুশৃঙ্খলভাবে চলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তের শত্রুদের পিঠ দেখিয়ে নয়, প্রয়োজনে জীবন বিলিয়ে বিজয় আনতে হবে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, 'সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না।'

৪৬ জন নারীসহ এবারের রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ করে বিজিবির সৈনিক হিসেবে উত্তীর্ণ হয়েছেন ৬৯৫ জন। নতুন সৈনিকরা বলছেন, দায়িত্ব পালনে কাজে লাগাবেন প্রশিক্ষণে অর্জিত মেধাকে।

একজন সৈনিক বলেন, 'আমি অনেক আনন্দিত ও গর্বিত। পুরুষ সৈনিকদের পাশাপাশি আমরা নারী সৈনিকরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার।'

দেশের একমাত্র পূর্ণাঙ্গ বিজিবির এই প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ থেকে দুই ধাপে বছরে যুক্ত হন শতশত সদস্য।

যে লক্ষ্য, উদ্দেশ্য ও শপথ নিয়ে দীর্ঘ ২৩ সপ্তাহের কঠোর প্রশিক্ষণের পর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে দৃঢ় সংকল্প বদ্ধ হলেন নবীন এই বিজিবি সদস্যরা, তা সদা স্মরণে রেখে পূর্বসূরিদের মতনই সীমান্ত নিরাপত্তায় বলিষ্ঠ স্পন্দমান ভূমিকা রাখবেন এই প্রত্যাশা সকলের।

এসএস