আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ইউনিটে রোগীদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটা জানায় সংগঠনটির প্রতিনিধিদল।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, এ পর্যন্ত ২ হাজার ৭১৫ জনকে চিকিৎসা দিয়েছেন তারা। এছাড়া চিকিৎসা পরবর্তী সেবা দেয়ার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। যাদের মধ্যে ৬ জনকে শিগগিরই বিদেশ পাঠানো হবে।