দেশে এখন
0

‘বিগত সরকারের আমলে মানিলন্ডারিং ছিল সবচেয়ে বড় সমস্যা’

বিগত সরকারের আমলে মানিলন্ডারিং সবচেয়ে বড় সমস্যা ছিল মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে মানিলন্ডারিং সবচেয়ে বড় সমস্যা ছিল।’ তাই ব্যাংক থেকে কত টাকা গেছে, কীভাবে গেছে সেই তথ্য, কালক্ষেপণ না করে দ্রুত সে সংক্রান্ত প্রতিবেদন দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মসংস্থান তৈরি করার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। এই ১০০ জন আহতদের দিয়ে এই কর্মসংস্থান দ্রুত বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, আরো ১ হাজার জন শিক্ষার্থীকে ট্রাফিকে নিয়োগ দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছে।

এদিকে গত ৫ আগস্ট থেকে ৭ আগস্ট যারা দেশ থেকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এএম