প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে প্রায় ২ ঘণ্টা চলে বৈঠক। বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি। তবে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো তারিখ বলেন নি। আমরা সন্তুষ্ট না। পরবর্তী করণীয় বিএনপি ও অন্য দলের সাথে আলোচনা করে ঠিক করা হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।’
অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘কালক্ষেপণের কোনো চেষ্টা অন্তর্বর্তী সরকারের নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরই নির্বাচন হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে। যে যেটাই বলুক না কেন প্রধান উপদেষ্টার বক্তব্যই মূল বক্তব্য। কেউ বিভ্রান্ত না হওয়ার আহ্বান।
আসিফ নজরুল বলেন, ‘কোনোভাবেই নির্বাচন জুন অতিক্রম করবে না। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার।‘
বিচার কাজ দ্রুত করার লক্ষ্যে আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছে বিএনপি, আর সরকার দুই সপ্তাহের মধ্যে আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কাজ করছে বলেও জানান আসিফ নজরুল।