দেশে এখন
0

‘রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ায় পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যাচ্ছে না’

রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ার কারণে এখনই পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পুলিশ সংস্কার কমিশন এ নিয়ে কাজ করছে।

আজ (সোমবার, ৬ জানুয়ারি) সকালে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি। পরে ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি ভালো না, তবে সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর দালালদের মাধ্যমে ভুয়া জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ পেয়ে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা অর্থের বিনিময়ে প্রাপ্ত এই সনদের মাধ্যমে রোহিঙ্গারা সহজেই পেয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট।

রোহিঙ্গাদের এই অবৈধ পাসপোর্ট নেয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে কথা সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণ একটু হ্যারাজমেন্ট হয়। যে পেতে দেরি হয়, এই হয়, সেই হয়। সাথে পুলিশের সংখ্যাটাও অনেক সময় কম। কিন্তু এই যে রোহিঙ্গার যে সমস্যা রয়েছে তা কিন্তু উঠানো যাচ্ছে না কিন্তু এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নেই। এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে কিন্তু ডিজি বা আমরা আসার আগেই।’

মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত আছে। সোমবার সকালেও বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮৪ রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকালও (রোববার, ৫ জানুয়ারি) সাগরপথে টেকনাফে নারী পুরুষ ও শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় ডিএমপির ডিবি কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। বাংলাদেশ তার সীমান্ত রক্ষায় সতর্ক আছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্ডারের ওইপাশে যে অংশ এটা পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। আর এখানে কিন্তু মিয়ানমার সরকারের আইনশৃঙ্খলা বা কোনোকিছুই নেই। এখন আমাদের কিন্তু দুইজনের সাথে যোগাযোগ রাখতে হয়েছে। আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে।’

এসময় তিনি বলেন, ‘ডিবি কার্যালয়ে আয়নাঘর এবং ভাতের হোটেল নামে কিছু থাকবে না জানিয়ে বাদ পড়া এসআই ক্যাডেটদের আন্দোলন করে শৃঙ্খলা ভঙ্গ করেছে।’

এসএস