নারায়ণগঞ্জে শিশু সন্তানসহ ২ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শিশু সন্তানসহ ২ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার | এখন
0

নারায়ণগঞ্জে শিশু সন্তানসহ ২ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আজ (শুক্রবার, ১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাড়ির উঠোনের পাশের পরিত্যক্ত একটি জায়গা থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তুপের নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তানসহ ২ নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, স্বামী-সন্তান ও প্রতিবন্ধী বড়বোন স্বপ্নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার।

স্বামী ইয়াসিন নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে ৪ বছরের শিশু সন্তান আব্দুল্লাহসহ স্ত্রী লামিয়া ও তার বড় বোন স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে।

ইএ