পুলিশ জানায়, বাড়ির উঠোনের পাশের পরিত্যক্ত একটি জায়গা থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তুপের নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তানসহ ২ নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, স্বামী-সন্তান ও প্রতিবন্ধী বড়বোন স্বপ্নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার।
স্বামী ইয়াসিন নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে ৪ বছরের শিশু সন্তান আব্দুল্লাহসহ স্ত্রী লামিয়া ও তার বড় বোন স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে।