পৌষযাপনে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে নানা আয়োজন। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকালের আড়মোড়া ছেড়ে শীত উপভোগে বাইরে বেরিয়েছেন অনেকেই।
ছুটির দিন হওয়ায় চায়ের চুমুকে মেতেছে আড্ডায়। ধোঁয়া ওঠা চায়ের দোকান যেন পূর্ণতা পেয়েছে এই পৌষেই।
বাসিন্দাদের একজন বলেন, ‘এদেশে শীত কমে যাচ্ছে তবে এখন যে শীত পড়ছে এইটাই ভালো লাগছে।’ রাজধানীতে মাটির উনুনে ভাজা পিঠা পাওয়াই দুষ্কর। তারপরও এ পিঠার দোকানে দেখা গেছে গ্রামীণ আবহ।
বাসিন্দাদের আরেকজন বলেন, ‘এই শীতে পিঠা খাওয়া আনন্দের।’ কেউ কেউ শহরের পার্কে জড়ো হয়ে খোশগল্প আর কিছুটা ব্যায়ামও সেরে নিচ্ছেন।
শীতের সকালে খিচুড়ি আয়োজন যেন অনন্য মাত্রা যোগ করেছে। ব্যস্ত শহরের ভোজনরসিক মানুষ ভিড় করছেন রেস্তোরাঁয়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন আজ দেশের এবং এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঢাকাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। রংপুর, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’
শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। তবে শিগগিরই তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।