উত্তরাঞ্চলে হালকা কুয়াশা, সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা গেছে। এছাড়াও আকাশ আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে রাজধানীর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন:

দিনের তাপমাত্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৬টায় ঢাকায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিলো ৮৬ শতাংশ।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।

এফএস