এক বছরে প্রায় দেড়শ কোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ

দেশে এখন
0

২০২৪ সালে প্রায় দেড়শ’ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব মাদক ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। আজ(বুধবার, ১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। মাদক ও পণ্য সামগ্রী জব্দের ঘটনায় ৮৬ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে বিপুল পরিমাণ হুইস্কি, গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট এবং বিয়ার রয়েছে। এছাড়া ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল, শাড়ি-থ্রী পিছ, ফোনের ডিসপ্লে, যানবাহনের যন্ত্রাংশ, চাল, চিনি, বিভিন্ন প্রকার মসলা, প্রসাধনী ও খাদ্যসামগ্রী। যার বাজারমূল্য ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, অবৈধ পণ্যসামগ্রী জব্দ করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে বিজিবি। এছাড়া সীমান্তে চোরাচালান ঠেকাতে সার্বক্ষণিক তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা। মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ইএ