বিজিবি জানায়, ২৫ ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একাংশ, বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশেষ অভিযানে ৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এর মধ্যে ৭৭ লাখ ৩১ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, ইস্কফ, ফেনসিডিল ও বিয়ার এবং ৮ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৫২৫ টাকা মূল্যের রাজস্থানি তোতাপুরি ছাগল, দুম্বা, সিগারেট, মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা, ফুচকা, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, উন্নতমানের চশমা, সানগ্লাস, সিটি গোল্ডের চুড়ি ও কানের দুল, বিভিন্ন প্রকার ঔষধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য রয়েছে।
আটককৃত মাদক ও চোরাচালানি পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং চোরাচালানি পণ্যগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সীমান্ত সুরক্ষায় এখন অনেক বেশি তৎপর। যার ফলে বিশেষ অভিযানগুলোর মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ হচ্ছে। তবে সীমান্ত দিয়ে যেন মাদক ও ভারতীয় চোরাচালানি পণ্য ঢুকতে না পারে সেজন্য ২৫ ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের অবৈধ পুশ ইন ঠেকাতেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।