জুলাইয়ের গণঅভ্যুত্থানে অনেকেই হারিয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারীকে। পঙ্গুত্ব বরণ করায় অনেকের বন্ধ হয়ে গেছে জীবিকার পথ। দেশের জন্য আত্মত্যাগ করা এসব পরিবারকে সহায়তা দিতে গত সেপ্টেম্বরে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ব্যয় ও হিসাব জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে জানানো হয়, এই ফান্ড থেকে এখন পর্যন্ত নিহত ও আহত মোট ২ হাজার ২২৯টি পরিবারকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘এখন পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৭২৯ টাকা নিহত ও আহত মোট ২ হাজার ২২৯টি পরিবারের মাঝে সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৬২৮টি শহীদ পরিবার এবং ১ হাজার ৬০১টি আহতের পরিবার রয়েছে।’
গণ-আন্দোলনে অংশগ্রহণের নামে আর্থিক সহায়তা পেতে অনেকেই ভুয়া নথিপত্র জমা দেয়ার প্রমাণ পেয়েছে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আর এ কারণেই কয়েক দফা যাচাই বাছাই শেষে পরিবারগুলোকে সহায়তা দেয়া হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘নতুন আহত কেউ যদি আমাদের ফাউন্ডেশনে কাগজপত্র নিয়ে আসেন তার ভেরিফিকেশন করে ৩ থেকে ৪ দিনের মধ্যে আমরা আশা করছি তাকে সহায়তা দিয়ে দিতে পারবো।’
বর্তমানে ফান্ডে ৬২ কোটি টাকা জমা রয়েছে। কেউ যদি নতুন করে সহায়তা পেতে সঠিক নথি পত্র জমা দেয় তাদেরকে সহযোগিতা করবে ফাউন্ডেশন। চলতি মাস থেকে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে দেয়া হবে আর্থিক সহায়তা।
জুলাই ফাউন্ডেশনের খসড়া তালিকায় এখন পর্যন্ত ৮৫৮ জন নিহত ও ১১ হাজার ৫৫১ জন আহত রয়েছে।