এনসিপির কিছু আসনে প্রার্থী চূড়ান্ত; নাহিদ-পাটওয়ারীরা লড়ছেন যেসব আসনে

এনসিপির যেসব প্রার্থীর আসন চূড়ান্ত
এনসিপির যেসব প্রার্থীর আসন চূড়ান্ত | ছবি: এখন টিভি
2

বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে এসেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সংসদীয় আসনের নাম। আজ (সোমবার, ৩ নভেম্বর) রাতে এনসিপির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় দু’জন নেতা এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত তালিকা শিগগিরই আনিুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির প্রথম সারির নেতারা।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১৮ আসন থেকে লড়বেন নাসীররুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে লড়বেন সারোয়ার তুষার, রংপুর ৪ থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া ঢাকা-৯ আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামবেন কুমিল্লা-৪ আসন থেকে। আর হান্নান মাসউদকে দেখা যাবে নোয়াখালী-৬ সংসদীয় আসনে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে।

আরও পড়ুন:

এর আগে গতকাল (রোববার, ২ নভেম্বর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, তিনি ঢাকাতেই প্রার্থী হবেন। নির্বাচনকে কেন্দ্র করে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করেছি। আশা করছি, এ মাসের মধ্যেই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবো।’

এর আগে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস