৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা শহীদ ও আহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬২৮টি শহীদ পরিবার এবং ১ হাজার ৬০১টি আহতের পরিবার রয়েছে। আজ (বুধবার, ১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। যারা সঠিকভাবে নথিপত্র জমা দিতে পেরেছে তাদেরকেই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে ফান্ডে এখনও ৬২ কোটি টাকা জমা রয়েছে বলে জানান সারজিস আলম।