ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ আবশ্যক: সারজিস

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে হলে অটো এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘পূর্বের ন্যায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চলতে পারে। অন্য সময় প্যাডেলচালিত রিকশা চলবে। কিন্তু প্রধান সড়ক বা মহাসড়কগুলোতে প্যাডেলচালিত কিংবা ব্যাটারিচালিত কোনো রিকশাই উঠতে দেয়া যাবে না। এতে করে রিকশাচালক, অন্যান্য যাত্রীসহ সকলের জন্যই নিরাপত্তা হুমকি তৈরি হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অন্যথায় রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। দুর্ঘটনা, জ্যাম থেকে শুরু করে রাস্তায় অধিকাংশ বিশৃঙ্খলার জন্য এই অব্যবস্থাপনা দায়ী। অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর এর দায় এড়াতে পারে না। যারা এই পেশায় আছেন, তাদের জীবিকা নির্বাহের বিষয়ে সামগ্রিক বিবেচনা করে এ বিষয়ের সমাধান অতীব জরুরি।’

এসএইচ