রাজনীতি
0

‘মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার আসবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে।

আজ (বুধবার, ১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে।’

ড. মঈন খান বলেন, ‘সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চালাতে হবে।’

সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার থেমে থাকবে না, তবে দ্রুত নির্বাচন দিয়ে দেশে রাজনৈতিক সরকার ফিরিয়ে আনতে হবে বলেও দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির আন্দোলন।’

ইএ