মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রতি বছর দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে। ১৫ বছরে পাচার হয়েছে প্রায় ২৮০ বিলিয়ন ডলার।'
তিনি বলেন, 'দেশে সবসময় গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্র চর্চা করা হয় না। গণতন্ত্রহীনতা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা।'
এ সময় তরুণ প্রজন্মের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, 'তারাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাবে। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজন।
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতার সময়ের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।