ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় ভাগে আলোচনা সভার আয়োজন করে দলটি। তাতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।
আজ (বুধবার, ১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন, সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতারা।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। জানান, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ থাকতে চায়।
ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, 'এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী নয়, লাখ লাখ নেতাকর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাআল্লাহ।'
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, 'যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবো না। বিজয় আমরা সুনিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরে যাবো।'
শেষ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন। এসময় বিএনপিকে ভাঙার চক্রান্ত চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা করা হয়েছে।'
সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিচলিত নয় বিএনপি, এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন তারা।
তারেক রহমান বলেন, 'দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উৎখান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়।'
জানান, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারাই নির্বাচন আয়োজনে বাধার সৃষ্টি করছে।
তারেক রহমান বলেন, 'জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমেই সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানারকম বিভ্রান্তি সৃষ্টি করে।'
এসময় ধৈর্য ধরে নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।