'দেশপ্রেমিক' প্রসঙ্গে জামায়াত আমীরের বক্তব্যের সমালোচনা রিজভীর

রাজনীতি
0

'দেশপ্রেমিক' প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকালে সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে 'আমরা বিএনপি পরিবার কর্মসূচির' অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় এশিয়া কাপে দারুণ পারফরমেন্সের জন্য মৌলভীবাজারের তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

আজ বেলা ১২টার দিকে সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে 'আমরা বিএনপি পরিবার কর্মসূচির' অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সিনিয়র নেতার আগমনে সকাল থেকে জড়ো হন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এসময় প্রথমে এশিয়া কাপে দারুণ পারফরমেন্স ও কাপ বিজয়ী মৌলভীবাজার জেলার শেরপুর সরকার বাজারের তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার হিসেবে রুহুল কবির রিজভী ২টি অটোরিকশা হস্তান্তর করেন। এসময় উপহার পেয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমনের বাবা আবু বকর।

ইমনের বাবা আবু বকর বলেন, ‘আজকের সহযোগিতায় অনেক খুশি। তারেক রহমানকে ধন্যবাদ জানাই গরিবের পাশে দাঁড়িয়েছে।’

এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিনিয়র এই নেতা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমি সেই ইসলামপন্থি রাজনৈতিক দলকে বলতে চাই আপনাদের ৭১ সালে কি ভূমিকা ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন, বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই। শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্ত তৈরি করলে মানুষ হাসবে।’

একই বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘নতুন বছরের পাঠ্যবই ধন্যবাদ পাওয়া যোগ্য। তবে আহ্বান জানান, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানসহ ৭১ এর যুদ্ধে অংশগ্রহণকারীদের সঠিক ইতিহাস তুলে ধরার।’

ইএ