বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা এয়ারপোর্টের নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
তিনি জানান, যুবদল কর্মী শাওন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এসআই মাহফুজুর রহমান কনককে ঢাকা এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন। শাওন প্রধান নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।