দেশে এখন
0

মাধবদী থানায় দুর্বৃত্তদের হামলা চেষ্টা

নরসিংদী জেলার মাধবদী থানায় হামলা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত থানার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাইরে থেকে ইট পাটকেল ছোড়ে। তবে কে বা কারা কী কারণে এ হামলা করেছে সে বিষয় এখনো স্পষ্ট নয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, গতকাল থেকে নরসিংদী ও নরসিংদীর বাইরে অভিযান চালিয়ে স্থানীয় ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, আজ দুপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে মাধবদী থানা পুলিশের বাকবিতণ্ডা হয়। এ দুটো কারণের একটির জন্য এ হামলা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে হামলা চেষ্টার কারণ পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এ কর্মকর্তা।

হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা ডাকাতদের নাম পরিচয় প্রকাশ করতে সম্মতি হয়নি পুলিশ।

এএইচ