অপরাধ ও আদালত
0

ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। (মঙ্গলবার, ১ জানুয়ারি) রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনার ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার দিবাগত রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরে এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়।

সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত ২৮ই বেঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, ‘আটককৃত শাহ আলমের কাছ থেকে ফাতিহ ১৩ মডেলের একটি পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু খোলস উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনা এলাকাতেই ছাত্রদল কর্মী হুমায়ুন খুন হন দুর্বৃত্তদের গুলিতে। এরপর শাহ আলমের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে।

এএইচ