দেশে এখন
0

আ.লীগের অফিসিয়াল পেইজে এডিটেড ছবি প্রচারের প্রতিবাদ

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে অস্ত্রসহ নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের এডিটেড ছবি প্রচারের প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া এক প্রেস বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান, ১৬ ডিসেম্বর শহরের সাটিরপাড়ায় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খবিরুল ইসলাম বাবুল।

এ সময় পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ব্লেজার ও শার্ট পরিহিত অবস্থায় দাঁড়ানো নাহিদের এই ছবি এডিট করে কোমরের নাভির অংশে বেল্টের ওপরে একটি অস্ত্রের অংশবিশেষ দেখিয়ে প্রচার করা হয়।

এরপর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও 'দেশরত্ন শেখ হাসিনা' নামক ফেসবুক আইডিতে পোস্ট করা এ ছবিতে লেখা হয় 'নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ-১৬ ডিসেম্বর পালন করে। প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে প্রশাসন চুপ দেখেও দেখে না। এই সন্ত্রাসীদের আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসীর।'

এমন মিথ্যা ও ভিত্তিহীন পোস্টের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, 'সেদিনের মিটিংয়ের শত শত ছবি ও ভিডিও অনেকে তুলেছেন এবং আমাকে ট্যাগ করা হয়েছে। এসব ছবিতে কোথাও কোনো অস্ত্রের ছবি কেউ দেখেনি অথচ কয়েকদিন পরে একটি ছবি অস্ত্রসহ এডিট করে অপপ্রচার করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত। '

এসব অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও 'দেশরত্ন শেখ হাসিনা' নামক ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস