সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান, ১৬ ডিসেম্বর শহরের সাটিরপাড়ায় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খবিরুল ইসলাম বাবুল।
এ সময় পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ব্লেজার ও শার্ট পরিহিত অবস্থায় দাঁড়ানো নাহিদের এই ছবি এডিট করে কোমরের নাভির অংশে বেল্টের ওপরে একটি অস্ত্রের অংশবিশেষ দেখিয়ে প্রচার করা হয়।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও 'দেশরত্ন শেখ হাসিনা' নামক ফেসবুক আইডিতে পোস্ট করা এ ছবিতে লেখা হয় 'নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ-১৬ ডিসেম্বর পালন করে। প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে প্রশাসন চুপ দেখেও দেখে না। এই সন্ত্রাসীদের আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসীর।'
এমন মিথ্যা ও ভিত্তিহীন পোস্টের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, 'সেদিনের মিটিংয়ের শত শত ছবি ও ভিডিও অনেকে তুলেছেন এবং আমাকে ট্যাগ করা হয়েছে। এসব ছবিতে কোথাও কোনো অস্ত্রের ছবি কেউ দেখেনি অথচ কয়েকদিন পরে একটি ছবি অস্ত্রসহ এডিট করে অপপ্রচার করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত। '
এসব অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও 'দেশরত্ন শেখ হাসিনা' নামক ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।