দেশে এখন
0

শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলা, আহত ২ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় ২ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়ার পর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে নগরীর ষোলশহর স্টেশন থেকে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এ সময় মাত্র দুজন শিক্ষার্থী একটি বগিতে ওঠেন। অন্য যাত্রী না থাকায় সুযোগ নেয় ছিনতাইকারীরা।

একপর্যায়ে তাদের বগিতে উঠে নগদ ৮ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এরপর মোবাইল নিতে চাইলে ধস্তাধস্তি হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে হাতে ও মুখে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার জানান, আহতরা ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এর আগেও একাধিকবার শাটল ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে শঙ্কিত শিক্ষার্থীরা।

এএইচ