দেশে এখন
0

জাতীয় ঐক্যের আহ্বান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের

ভারতীয় অপপ্রচার, আগ্রাসন ও বাংলাদেশ হাইকমিশনে হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ভারতের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার বাংলাদেশের সাথে সম্পর্কে তৈরি করেছে টানাপড়েন। আগরতলায় সহকারী হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের ন্যাক্কারজনক হামলা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।

এরই প্রেক্ষিতে আজ (শনিবার, ৭ ডিসেম্বর) মহাখালীর রাওয়া ক্লাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলেন সম্মিলিত কণ্ঠে। বক্তারা জানান, বিগত সরকারের আমলে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

পাশাপাশি ভারত যেহেতু ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে, তাই দেশের বিভিন্ন স্থানে তাদের ভিসা সেন্টারগুলো বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাই নতজানু নয়, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্র নীতি নির্ধারণের দাবি জানান তারা।

পরে প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে শুরু করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ শেষে আবারো ক্লাবে এসে শেষ হয় পদযাত্রাটি।

এসএস