রোববার চালানো এসব হামলায় ১৬টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া। হামলা সফল হয়েছে বলেও দাবি করেছেন হুথি মুখপাত্র।
গাজায় আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরাইল এবং তাদের মিত্রদের ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমনকি এ আওতায় তাদের নৌযান লক্ষ্য করে অভিযান জোরালো করারও হুঁশিয়ারি দিয়েছেন হুথি মুখপাত্র।