দেশে এখন
0

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রী নিহত, আহত ৫

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় নছিমন-করিমনের তিন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) ভোর ৫টায় সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এসএস