নাটোরে শিশু ধর্ষণের পর এসিড দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ | এখন
0

নাটোরের বড়াইগ্রামে মালয়েশিয়া প্রবাসীর সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর এসিড দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু কন্যা জুঁইয়ের মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, গতকাল পহেলা বৈশাখের সাজুগুজু করে পাশ্বর্বতী দাদি বাড়িতে যাওয়ার জন্য বের হয় মালয়েশিয়া প্রবাসী জাহেরুল ইসলামের শিশু কন্যা জুঁই খাতুন।

পরবর্তীতে বিকেলে জুঁই বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। কিন্তু আজ সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার ভুট্টা ক্ষেতে এক শিশু কন্যার মুখ পোড়ানো ও বিবস্ত্র অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ শনাক্ত করে। তবে ঘটনাস্থল পাবনার মধ্যে হওয়ায় সেখানকার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

এছাড়া শিশু কন্যা জুঁই খাতুনকে ধর্ষণের পর মুখে এসিড দিয়ে ঝলসানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ইএ