বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, গতকাল পহেলা বৈশাখের সাজুগুজু করে পাশ্বর্বতী দাদি বাড়িতে যাওয়ার জন্য বের হয় মালয়েশিয়া প্রবাসী জাহেরুল ইসলামের শিশু কন্যা জুঁই খাতুন।
পরবর্তীতে বিকেলে জুঁই বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। কিন্তু আজ সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর এলাকার ভুট্টা ক্ষেতে এক শিশু কন্যার মুখ পোড়ানো ও বিবস্ত্র অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ শনাক্ত করে। তবে ঘটনাস্থল পাবনার মধ্যে হওয়ায় সেখানকার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
এছাড়া শিশু কন্যা জুঁই খাতুনকে ধর্ষণের পর মুখে এসিড দিয়ে ঝলসানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।