নাটোরে ডিসির পুরনো বাংলোর পুকুরে মিললো ৬টি আগ্নেয়াস্ত্র

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

নাটোর জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুর থেকে ৪টি শর্টগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৮ মার্চ) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে অভিযান চালিয়ে কম্বল মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন লেনী জানান, শুক্রবার সকালে ইউনূস ও জিহাদ নামে দুই শিশু জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পুকুরে মাছ শিকার করতে যায়। এসময় কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় কিছু একটা দেখতে পায় তারা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে কম্বলের ভিতর থেকে একটা ইয়ারগান এবং একটা দুই নালা বন্ধুক উদ্ধার করে। পুকুরটিতে আরো অস্ত্র থাকতে পারে সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় পুলিশ। পরে ডুবুরি দল পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে কম্বল মোড়ানো অবস্থায় ৪টি শর্টগান উদ্ধার করে।

আগামীকাল সকাল থেকে আবারো পুকুরের পানি নিষ্কাশন করে অস্ত্র উদ্ধারে নামবে পুলিশ। তবে অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া বা কারো ব্যক্তিগত কিনা সে বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।

ইএ