চট্টগ্রামে মধ্যরাতে প্রাইভেট কারে গুলি, নিহত ২

এখন জনপদে
0

চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রাত তিনটার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা।

এ সময় প্রাইভেট কারে থাকা মানিক ও আবদুল্লাহ নামে দু'জন নিহত হন। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, প্রাইভেট কারের আরোহীরা সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী।

গত কয়েকদিন আগে ঢাকায় সাজ্জাদকে ধরিয়ে দেয়ার জেরেই এ হামলা।

ইএ