দেশে এখন
0

৫ হাজার টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন, পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের প্রত্যাখ্যান

আন্দোলনের মুখে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ভাতা ৩০ হাজার করে দেয়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

নবম গ্রেডের সমমর্যাদার প্রতিশ্রুতি দিয়েও সরকার ওয়াদার বরখেলাপ করেছে বলে অভিযোগ তাদের। দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারী দিয়েছে তারা।

গত রোববার (২২ ডিসেম্বর) চিকিৎসকরা চার ঘণ্টা ধরে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহীনুল আলম ও পরবর্তীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক সারজিস আলমের প্রতিশ্রুতিতে তারা ঘরে ফিরে যায়।

প্রতিশ্রুত সময় আগামী বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) আগেই প্রজ্ঞাপন জারি হলেও নবম গ্রেডের সমমর্যাদা বা ভাতা ৫০ হাজারে উন্নীত না করায় প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আবারও রাজপথে যেয়ে আন্দোলনের ডাক দেয় চিকিৎসকরা।

এসএস