দেশে এখন
0

বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি ঘোষণা

রাজধানীর পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (শনিবার, ২১ ডিসেম্বর) দুপুরে বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বিবাদীপক্ষকে বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা দেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা।

গেল শুক্রবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামে বুয়েটের আরো দুই শিক্ষার্থী।

এএম