আজ শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষকদের আন্দোলনের সাম্প্রতিক ছবি
শিক্ষকদের আন্দোলনের সাম্প্রতিক ছবি | ছবি: এখন টিভি
0

সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় তিন দফা দাবিতে আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর শাহাবাগে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সেইসঙ্গে সারা দেশের সব জেলা-উপজেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে টানা দশদিন ধরে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, আর তিনদিন ধরে করছেন অনশন। পাশাপাশি সারাদেশে ৩০ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি নবম দিনে গড়িয়েছে।

তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

উল্লেখ্য, শিক্ষকদের দাবির মুখে ৫ শতাংশ বাড়িভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু সরকারের এই ঘোষণা প্রত্যাখান করে আন্দোলনে অনড় শিক্ষকরা।

এসএইচ