তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকরা

শিক্ষকদের অবস্থান কর্মসূচি
শিক্ষকদের অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
1

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ (রোববার, ৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

শিক্ষকদের আন্দোলনের কারণে সারা দেশের প্রায় ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দাবি আদায় ও পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আরও পড়ুন:

এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পরই শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন এবং কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে আরও জোরালে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করা হবে না। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে শিক্ষক সমাজকে অপমানিত করেছে। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, দাবি পূরণ ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।

এফএস